আদানি গ্রুপের বিবৃতি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ২২:২৯ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪ ২২:৫৫ পিএম
আগামী ৭ নভেম্বরের মধ্যে বকেয়া বিল পরিশোধ না করলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে আদানি পাওয়ার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া রবিবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায়। তবে বাংলাদেশকে বকেয়ার সব অর্থ পরিশোধে এ ধরনের কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি বলে এক বিবৃতিতে জানিয়েছে আদানি গ্রুপ।
বিবৃতিতে তারা বলেছে, ‘আদানি গ্রুপ ৭ দিনের মধ্যে ৮০০ থেকে ৮৫০ মিলিয়ন ডলারের বকেয়া পরিশোধ করার জন্য কোনো দাবি করেনি। আমরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে যে কোনো সমস্যা সমাধানে পূর্ণ সহযোগিতা করছি।’
বাংলাদেশের সংবাদ সংস্থা ইউএনবি রবিবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে দাবি করে, আদানি গ্রুপ বাংলাদেশকে বকেয়া পরিশোধের জন্য ৭ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। তারা বাংলাদেশের কাছে ৮৫০ মিলিয়ন ডলার পাবে। যা বাংলাদেশি অর্থে ১০ হাজার কোটি টাকার সমান।
সংবাদমাধ্যমটি আরও জানায়, আদানি গ্রুপ প্রথমে ৩১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) বকেয়া পরিশোধের সময়সীমা বেঁধে দিয়েছিল। এছাড়া বকেয়া পরিশোধের নিশ্চয়তার জন্য তারা ১৭০ মিলিয়ন ডলারের লেটার অব ক্রেডিট (এলসি) চেয়েছিল।
পিডিবি যদিও কৃষি ব্যাংকের মাধ্যমে এলসি ইস্যু করেছিল। কিন্তু এটি বিদ্যুৎ কেনার চুক্তি অনুযায়ী ছিল না। এজন্য ডলার সংকটকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল। এর পরপরই গত ৩১ অক্টোবর আদানি গ্রুপ তাদের ঝাড়খণ্ডের বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে।