প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ১১:৫৫ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪ ১২:২৯ পিএম
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নর্থ ক্যারোলাইনারের নির্বাচনী সমাবেশে ভাষণ দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি দাবি করেছেন, এবারের নির্বাচনে তার জয় ‘আমেরিকার স্বাধীনতা দিবস’ হবে। রবিবার (৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
দেশটির স্থানীয় সময় শনিবার নর্থ ক্যারোলাইনায় নির্বাচনী সমাবেশে প্রায় ৯০ মিনিটের ভাষণ দেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। সেখানে তিনি তার সমর্থকদের উদ্দেশে নির্বাচনে তার বিজয় নিয়ে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন।
ট্রাম্প তার বিজয়ে দেশটি স্বাধীন হবে এমন ইঙ্গিত দিয়ে বলেছেন,‘যুক্তরাষ্ট্র এখন একটি দখলকৃত দেশ। কিন্তু অচিরেই এটি আর দখলকৃত দেশ থাকবে না। ৫ নভেম্বরের নির্বাচন হবে আমেরিকার স্বাধীনতা দিবস। এটি স্বাধীন হতে চলেছে।’
তিনি জনগণকে আগাম ভোট প্রদানের আহ্বান জানিয়ে বলেছেন,‘আপনি যখন ব্যাপক ব্রবধানে জিতছেন, তখনও আপনি সামন্য ব্যবধানে হারতে পারেন।’
ট্রাম্প তার শেষ দুইদিনের (নির্বাচনের আগে) নির্বাচনী প্রচারের ব্যস্ত সময়সূচির পরিকল্পনার কথাও জানিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী রবিবার তিনটি ও সোমবার চারটি নির্বাচনী সমাবেশ করবেন তিনি।
‘গভীর রাত’ হয়েছে সে বিষয়ের উল্লেখ করে তিনি তার মন্তব্য সংক্ষিপ্ত করলে তারা (সমাবেশে অংশগ্রহণকারী জনতা) কিছু মনে করবেন কিনা তা জিজ্ঞেস করেন। এরপর ট্রাম্প বলেন, ‘আমি কঠোর পরিশ্রম করছি। কেননা আমাদেরকে এটি জিততে হবে।’