প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ১০:৫৩ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪ ১০:৫৯ এএম
ছবি : সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়ায় গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৫০ জনের বেশি শিশু নিহত হয়েছে। রবিবার (৩ নভেম্বর) জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ বিষয়ে জানিয়েছে।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল এক বিবৃতিতে গাজা উপত্যকায় ইসরায়েলের ‘নির্বিচার হামলার নিন্দা’ জানিয়েছেন।
রাসেল জানিয়েছেন, শনিবার জাবালিয়ায় ইউনিসেফের কর্মীদের পোলিও টিকাদান কর্মসূচি পরিচালনার সময় সেখানে হামলা চালানো হয়েছে বলে তথ্য পেয়েছেন তিনি। সন্দেহজনক ইসরায়েলি কোয়াডকপ্টার এ হামলা চালিয়েছে।
ক্যাথেরিন রাসেল আরও জানিয়েছেন, পোলিও টিকাদান কর্মসূচি চলাকালে শনিবার সকালের ওই হামলায় ইউনিসেফের কর্মীদের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সংস্থাটির কোনো কর্মী এ হামলায় আহত হননি।
শনিবার গাজা সিটির পোলিও টিকাদান কেন্দ্রে স্টান গ্রেনেড নিক্ষেপ করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। এতে অন্তত চার শিশু আহত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, দীর্ঘ বিলম্বিত টিকাদান কর্মসূচির জন্য মানবিক বিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল। তা সত্ত্বেও তারা সেখানে হামলা চালিয়েছে।
সূত্র : আলজাজিরা