× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজা ও লেবাননে উচ্ছেদ অভিযান ইসরায়েলের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৫ এএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪ ১০:০৬ এএম

ইসরায়েলের স্থল অভিযানে বিধ্বস্ত গাড়ি ও ভবন। শনিবার (২ নভেম্বর) লেবাননের পর্যটন শহর বালবাক থেকে তোলা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের স্থল অভিযানে বিধ্বস্ত গাড়ি ও ভবন। শনিবার (২ নভেম্বর) লেবাননের পর্যটন শহর বালবাক থেকে তোলা। ছবি : সংগৃহীত

একদিকে গাজা, অন্যদিকে লেবানন। একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত সপ্তাহে উত্তর গাজা জনশূন্য করার পর এবার লেবাননের বিভিন্ন শহর জনশূন্য করছে ইসরায়েলি সামরিক বাহিনী। অবরুদ্ধ গাজায় অনেকে পালানোর সুযোগ না পেয়ে সামরিক বাহিনীর নিশানা হচ্ছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গর্ভবতী নারীদের অনেকাংশকে অবরুদ্ধ করে ফেলছে সামরিক বাহিনী। 

শনিবার (২ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় অন্তত ৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে লেবাননের বৈরুত ও দক্ষিণের শহরগুলোতে স্থল অভিযান ও বিমান হামলা বিচ্ছিন্নভাবে চলছে। গতকাল লেবাননের পর্যটন শহর বালবেকে স্থল অভিযান চালায় আইডিএফ। এ হামলায় শহরটি ‘ভূতের শহর’-এ পরিণত হয়েছে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বালবেক শহরে প্রায় ৫ লাখ মানুষ বসবাস করে। সকাল থেকেই শহরটিতে কোনো মানুষ দেখা যাচ্ছে না। হামলার শঙ্কায় অনেকেই পালিয়েছে। বালবেকে হামলার পর লেবাননের কয়েকজন নাগরিক ইনস্টাগ্রামে ধ্বংসযজ্ঞের ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা গেছে, শহরের রাস আল সাইন এলাকার অধিকাংশ ভবন ধসে পড়েছে। 

এর আগে গত শুক্রবার লেবাননের বেকা উপত্যকার ২৫ শহরে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, এসব শহরে হিজবুল্লাহর ঘাঁটি রয়েছে। যদিও এখন পর্যন্ত হিজবুল্লাহর কোনো ঘাঁটির সন্ধান তারা দিতে পারেনি। 

এদিকে ইসরায়েলের এই আগ্রাসনের জবাবে লোহিত সাগর থেকে তিনটি ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইসরায়েলের দক্ষিণের এইলাট শহরকে লক্ষ্য করে পাঠানো ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে বলে জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুসারে, ইরাক থেকে এসব ড্রোন পাঠানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, ইরাকের সহযোগিতায় তারা ইসরায়েলের পালমাচিন বিমানবন্দরে সফল হামলা করেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, জেভুলুন মিলিটারি ইন্ডাস্ট্রিকে লক্ষ্য করে তারা মিসাইল হামলা করেছে। এ ছাড়া ইসরায়েলের উত্তরে অবস্থিত হাইফাতেও তারা হামলা চালিয়েছে। 

লেবাননের বিভিন্ন শহরে হামলার আগে ইসরায়েলি বাহিনী সতর্ক করলেও গাজায় নির্বিচারে উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে আইডিএফ। বিশেষত গাজার গ্রামীণ এলাকা খিরিবেত ইয়ানুনে গতকাল শনিবার অতর্কিত উচ্ছেদ অভিযান চালায় আইডিএফ। ওয়াফা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, নেবলুসের দক্ষিণে অবস্থিত আকরাবা এলাকায়ও হামলা চালানো হয়। 

ইয়ানুনের গ্রামপ্রধান রাশিদ মারার জানান, ফিলিস্তিনি কৃষকদের জন্য অমূল্য সম্পদ জলপাই গাছ কেটে দেওয়া হয়েছে। এছাড়া যারা জলপাই বাগানে কাজ করে তাদের তাড়িয়ে দেওয়ার পর জলপাই তুলে নিয়ে গেছে। জলপাইয়ের মৌসুমে এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনী বাদে অবৈধ সেটলার বা দখলদাররা এক মাসে ২৫৩টি হামলা করেছে। এর মধ্যে ১৮৪টি হামলা হয়েছে পশ্চিম তীরের উত্তরাঞ্চলে এবং ১১৩টি হামলা পরিচালিত হয়েছে নেবলুস প্রদেশে। 

বিশ্লেষকরা জানাচ্ছেন, লেবানন ও গাজায় ইসরায়েলি সামরিক বাহিনী উচ্ছেদ কার্যক্রম চালিয়ে বিভিন্ন সম্পদ লুট করছে। গাজায় জলপাই, তেল ও গ্যাসের খনিগুলো দখল করছে। আর লেবাননে তারা একের পর এক হামলা চালিয়েও লুটপাট চালাচ্ছে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা