প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ১৩:৫৮ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ১৪:৪০ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় ক্রসফায়ারের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। শনিবার (২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
আজ সকালে হালকান গলি এলাকায় সন্ত্রাসী দমন অভিযানের পর এ ক্রসফায়ার শুরু হয়।
শুক্রবার উত্তরপ্রদেশ থেকে আসা দুই অভিবাসী শ্রমিকের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। বুদগাম জেলায় তাদের ওপর গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এটি গত দুই সপ্তাহে কাশ্মীরের অভিবাসীদের ওপর হওয়া চতুর্থ হামলা।
এ হামলার পর দিনই শ্রীনগরের খায়নার এলাকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে তল্লাশি অভিযান চালায়।
সূত্র : এনডিটিভি