প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ১৬:০৭ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪ ১৬:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশে একটি সোনার খনি ধসে অন্তত তিনজন খনি শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
দেশটির প্রাদেশিক পুলিশ অফিস জানিয়েছে, প্রদেশটির আরঘানচওয়া জেলার পার্বত্য এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল নিহতদের মরদেহ উদ্ধার করেছে।
তদন্ত চলছে। পুলিশ এখনও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
বাদাখশান আফগানিস্তানের একটি দুর্গম ও পার্বত্য প্রদেশ। এখানে অসংখ্য অক্ষত খনি বিদ্যমান রয়েছে। বিশেষ করে সোনা ও লাপিস লাজুলি খনি রয়েছে। যার মধ্যে কয়েকটি থেকে আধুনিক সুবিধা বা সরঞ্জাম ছাড়াই খনি উত্তোলন করা হয়।
২০১৯ সালে দেশটির বাদাখশান প্রদেশে আরেকটি সোনার খনি ধসের ঘটনা ঘটেছিল। যাতে অন্তত ৩০ জন মানুষকে প্রাণ হারাতে হয়েছে।
সূত্র : সিনহুয়া