প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ১৩:০৭ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪ ১৪:২৬ পিএম
ছবি : সংগৃহীত
ভিসা শর্ত লঙ্ঘনের দায়ে শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ থেকে ছয় বাংলাদেশিকে আটক করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দেশটির পুলিশ এ বিষয়ে জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী এলাকা সিদুয়ার একটি বাড়ি থেকে মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, আটক বাংলাদেশিদের বয়স ১৮ থেকে ৪৩ বছরে মধ্যে। আরও তদন্ত চলছে।
মঙ্গলবার দেশটির মন্ত্রিসভার মুখপাত্র ভিজিথা হেরাথ জানিয়েছেন, যেসব বিদেশি নাগরিক ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করছেন বা ভিসার নিয়ম ভঙ্গ করে এমন কর্মকাণ্ডে জড়িত সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।