× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্জেন্টিনায় ধসে পড়ল ১০ তলা হোটেল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ০০:১৯ এএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪ ১১:০৯ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আর্জেন্টিনায় একটি হোটেল ধসে পড়ে একজনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছেন। ধারণা করা হচ্ছে, ধসের সময় হোটেলটির ভেতরে প্রায় ১৫ জন অবস্থান করছিলেন।

দেশটির ভিলা গেসেলে অবস্থিত হোটেলটি স্থানীয় সময় মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে ধসে পড়ে; যা রাজধানী বুয়েন্স এইরেস থেকে ৩৭০ কিলোমিটার দূরে অবস্থিত।

স্থানীয় পৌরসভার উদ্ধৃতি দিয়ে রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে ফায়ার ফাইটার, প্যারামেডিক এবং পুলিশ কাজ করছে। তারা ধ্বংসস্তূপ সরিয়ে চাপা পড়াদের বের করার চেষ্টা চালাচ্ছে।
যিনি মারা গেছেন তার বয়স ৮০ বছর বলে ধারণা করা হচ্ছে। তিনি হোটেলটির পাশের একটি বাড়িতে থাকতেন। হোটেল ধসে কীভাবে তিনি মারা গেলেন তা এখনও স্পষ্ট নয়। তার স্ত্রীকে উদ্ধার করা হয়েছে। কিন্তু তাদের ছেলে ঘটনাস্থলে ছিলেন কি না তা-ও নিশ্চিত নয়।
যারা আটকা পড়েছেন তারা নির্মাণশ্রমিক। সেখানে তারা কাজ করছিলেন। স্থানীয় একটি সংবাদমাধ্যমে বলা হচ্ছে, হোটেলটিতে সংস্কারকাজ চলছিল। এ ছাড়া গোপনে পৌরসভার অনুমতি ছাড়া এটি চালানো হচ্ছিল।
সংবাদমাধ্যম রয়টার্স  জানিয়েছে, ১৯৮৬ সালে হোটেলটি চালু হয়েছিল। যার অর্থ এটি বেশ পুরোনো। আর এ কারণে হোটেলটির ভেতর সংস্কারকাজ চালানো হচ্ছিল।
কিন্তু সংস্কারকাজ চালানোর মতো অবস্থা না থাকায় পৌরসভা কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দেয়। তা সত্ত্বেও এটি আবারও চালু করার চেষ্টার সময় ঘটল ভয়াবহ দুর্ঘটনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা