× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অজগরের আক্রমণ, রক্ষা পেল ৫ বছরের শিশু

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২২ ১৫:৪৩ পিএম

অস্ট্রেলিয়ায় মানুষের আবাসস্থলে প্রায়ই অজগর চলে আসে। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় মানুষের আবাসস্থলে প্রায়ই অজগর চলে আসে। ছবি: সংগৃহীত

নিজের থেকে তিনগুণ বড় অজগরের কামড়, চেপে ধরা ও পুলে টেনে নিয়ে যাওয়ার পরেও বেঁচে গেছে ৫ বছর বয়সী শিশু বিউ ব্লেক। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিজের বাড়িতে সুইমিং পুলের কাছে অজগরের আক্রমণের মুখে পড়েছিল বিউ, এমনটাই স্থানীয় একটি রেডিও স্টেশনকে বলেছে তার বাবা বেন। 

বিউব্লেককে তার বৃদ্ধ দাদা পুল থেকে টেনে তুলেন এবং বাবা বেন তাকে অজগরের থেকে মুক্ত করেন। 

বিউ সামান্য আঘাত পেয়েছে। তার বাবা বেন শুক্রবার (২৫ নভেম্বর) মেলবোর্ন রেডিও স্টেশন থ্রিএডব্লিওকে জানান, ঘটনাটি একদিন আগেই (বৃহস্পতিবার) ঘটেছে।

তিনি বলেন, ‘যখন আমরা (বেনের) রক্ত পরিষ্কার করেছিলাম এবং তাকে বলেছিলাম যে সে মারা যাবে না কারণ একটি বিষধর সাপ নয়। সে বেশ ভালো (পরিস্থিতি মোকাবিলায়) করেছে।’

ঘটনার বর্ণনায় তিনি বলেন, (বিউ) শুধু (পুলের) কিনারায় হাঁটছিল এবং আমি বিশ্বাস করি যে অজগরটি সেখানেই শিকারের অপেক্ষা করছিল। 

বিউকে কামড় দেয়ার আগে সে চারিদিকে গোল করে ঘিরে ধরেছিল। এবং তাকে কামড়ে ধরার পড়েই পুলের দিকে টান দেয়। 

ঘটনাটি দেখার সঙ্গে সঙ্গে এক মুহুর্তও চিন্তা না করে বিউকে বাঁচাতে পুলে ঝাপ দেন তার দাদা অ্যালান। 

পরে বেন সাপটিকে ১০ মিনিটের জন্য আটকে রাখেন। এ সময় সে তার বাবা ও ছেলেকে শান্ত করেন।

ঘটনা সামাল দেওয়া শেষে সাপটিকে আগের জায়গায় ছেড়ে দেন তিনি। নিজের ছেলেকে আক্রমণের জন্য কোনো ধরণের প্রতিহিংসা বন্য প্রাণীটির প্রতি কাজ করেনি বেনের।

সাপটিকে ‘দুষ্ট জিনিষ’ হিসেবে আখ্যায়িত করেন তিনি। 

বেন এই ঘটনাকেও অস্বাভাবিক হিসেবে দেখছেন না। পাইথন তাদের প্রতিদিনকার জীবনেই প্রাসঙ্গিক। তিনি বলেন, ‘দেখুন... এটি অস্ট্রেলিয়া।’ 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা