× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ট্রামির আঘাতে নিহত ৮১

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ১৬:০৯ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ১৬:১৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফিলিপাইনে আঘাত হানা গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ট্রামির আঘাতে গত তিন দিনে অন্তত ৮১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬৬ জন। এখনও নিখোঁজ রয়েছে ৩৪ জন। শুক্রবার (২৫ অক্টোবর) দেশটির কর্তৃপক্ষ এ বিষয়ে জানিয়েছে। 

ম্যানিলা টাইমস জানিয়েছে, ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিলের তথ্যানুযায়ী,ঘূর্ণিঝড় ট্রামির কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত ৮১ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ৩৪ জন। 

পুলিশ জানিয়েছে, ম্যানিলার দক্ষিণে বাতাঙ্গাস প্রদেশে ৪৭ জন নিহত হয়েছে। ম্যানিলার দক্ষিণ-পূর্বে বিকোল অঞ্চলে নিহত হয়েছে ২৮ জন। এ ছাড়াও ফিলিপাইনের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 

শুক্রবার বিকালে ফিলিপাইন কোস্ট গার্ড জানিয়েছে, এর কর্মীরা নয় বছর বয়সি এক শিশু ও এক মাস বয়সি এক শিশুকে উদ্ধার করেছে। 

চলতি বছর দেশটিতে আঘাত হানা ১১তম ঘূর্ণিঝড় এটি। এর ফলে দেশটির বিকোল ও ক্যালাবারজোন অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। 

ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিল আরও জানিয়েছে, দেশটিতে বুধবার আঘাত হানা এ ঘূর্ণিঝড়ে শুক্রবার পর্যন্ত অন্তত ১৫টি অঞ্চলের ২৬ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইলোকস অঞ্চল, কাগায়ান উপত্যকা, সেন্ট্রাল লুজন, মিমারোপা, পূর্ব ভিসায়াস, জামবোয়াঙ্গা উপদ্বীপ ও কারাগা থেকে প্রায় ২৪ হাজার ৯৮৮ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ফিলিপাইনের সশস্ত্র বাহিনীকে ত্রাণ তৎপরতায় সহায়তার নির্দেশ দিয়েছেন। 

সূত্র : আনাদুলু, সিনহুয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা