প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ১৪:০০ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ১৪:০৩ পিএম
কলকাতার জুনিয়র চিকিৎসকদের পাল্টা সংগঠনের লোগো। ছবি : সংগৃহীত
কলকাতাার আরজি কর আন্দোলনকে কেন্দ্র করে পাল্টা সংগঠন গঠন করেছে জুনিয়র চিকিৎসকদের অন্য একটি অংশ। শুক্রবার (২৫ অক্টোবর) গভীর রাতে এ নতুন সংগঠনটি গঠন করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস’ অ্যাসোসিয়েশন’।
এখনো আনুষ্ঠানিকভাবে নতুন সংগঠনটির কথা জানানো হয়নি। শনিবার বিকালে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন সংগঠনের ঘোষণা করা হবে।
আরজি কর আন্দোলনকে নতুন মাত্রা দিতে শনিবার গণকনভেনশন ও সমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। তারা বলেছেন, ‘যে চিকিৎসকেরা থ্রেট কালচারের বিরুদ্ধে আন্দোলন করছেন তাদের পাশে থাকবেন নাকি যারা থ্রেট কালচারে অভিযুক্ত তাদের পাশে থাকবেন এবার তা মানুষের বেছে নিতে সুবিধা হবে।’
নতুন সংগঠনে দুইজনকে আহ্বায়ক করা হয়েছে। তারা হলেন চিকিৎসক শ্রীশ চক্রবর্তী ও প্রণয় মাইতি। সংগঠনের পক্ষ থেকে দেওয়া প্রাথমিক বিবৃতিতে জানানো হয়েছে, আন্দোলনের নামে জুনিয়র ডাক্তারদের একটি অংশ স্বাস্থ্য ক্ষেত্রে ‘অরাজকতা’ তৈরি করতে চাচ্ছেন। একইভাবে যারা তার প্রতিবাদ করছেন, চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে ভূমিকা পালন করছেন, তাদের বিরুদ্ধে ‘থ্রেট কালচার’-এর মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে পাল্টা সংগঠন গড়ে ‘সত্যি’টা মানুষের কাছে তুলে ধরতে চান ওই নতুন সংগঠনের চিকিৎসক নেতৃত্ব।
প্রসঙ্গত, ‘থ্রেট কালচার’-এর অভিযোগে আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ ৫১ জনের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছিল। তা নিয়ে গত সোমবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মাপ্রকাশ করেছিলেন । পরের দিন কলকাতা হাই কোর্ট আরজি কর কর্তৃপক্ষের ওই সিদ্ধান্ত স্থগিত করে দেন।
গত সোমবার আন্দোলনরত জুনিয়র ডক্টরস’ ফ্রন্টের নেতৃত্বের সঙ্গে নবান্নে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম ‘মুখ’ অনিকেত মাহাতো বলেছিলেন, যাদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ রয়েছে, তারা এক এক জন ‘দাগি অপরাধী’।
সূত্রের মাধ্যমে জানা গেছে, এই মন্তব্যের জন্য অনিকেতকে আইনি নোটিস পাঠিয়েছেন অভিযুক্তদের কেউ কেউ। যাতে বলা হয়েছে, তিন দিনের মধ্যে অনিকেতকে সমাজমাধ্যমে ওই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। নয়তো তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে। অভিযোগকারীদের বক্তব্য, অনিকেত যাদের ‘দাগি অপরাধী’ বলেছিলেন, হাই কোর্ট তাদের শাস্তি স্থগিত করেছে। তাতে তাদের ‘মানহানি’ হয়েছে।
তবে অনিকেত শুক্রবার জানান, তিনি কোনও আইনি নোটিস পাননি। নোটিস পেলে তিনিও আইনানুগ ব্যবস্থা নেবেন। কারণ, তিনি সেই বক্তব্য থেকে পিছু হটছেন না। বস্তুত, হাই কোর্টের ওই নির্দেশ প্রসঙ্গে আন্দোলনকারীরা আইনি পরামর্শ নিতে শুরু করেছেন। তেমন হলে তারা সুপ্রিম কোর্টে ওই নির্দেশের বিরুদ্ধে আবেদন জানান কি না, তা-ও দেখার বিষয়।
নির্যাতিতার বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে শাসকদল তৃণমূল ধারাবাহিক ভাবে সমালোচনা করছে। শাসকদলের নেতাদের একাংশ দাবি করেছেন, ২০২১ সালে রামপুরহাট মেডিক্যাল কলেজের ছাত্রী আবাসনে মধুমিতা ঘোষ নামের এক মেডিক্যাল পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনায় মেয়েটির বাবা যার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, সেই শাহবাজ শেখ বর্তমান আন্দোলনের সামনের সারিতেই রয়েছেন। মেয়েটির বাবার অভিযোগপত্রটিও প্রকাশ্যে আনা হয়েছে।
জানা গেছে, জুনিয়র ডাক্তারেরা যখন স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছিলেন, সেই সময় অন্য একটি অংশ তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে দফায় দফায় দেখা করেছে। তখন থেকেই পাল্টা সংগঠন গড়ে তোলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। যা শনিবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হতে চলেছে। নতুন সংগঠনের নেতারা ঘোষণার আগে আনুষ্ঠানিক ভাবে কিছু বলেননি। তবে, একান্ত আলোচনায় তারা দাবি করেছেন, যারা আন্দোলন যারা করছেন, তাদের ‘চাপে’র মুখে পড়ে অনেকে তাদের সঙ্গে আন্দোলনের পক্ষে থাকতে বাধ্য হচ্ছেন। তবে, এবার ধীরে ধীরে সেই অংশ তাদের দলে চলে আসবেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা