প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ০৯:২৪ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ১৫:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (২৫ অক্টোবর) মধ্যরাতে দেশটিতে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের আওয়াজ শুনতে পাওয়া গেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
তেহরানে হামলার পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালাচ্ছে। তেহরানে মোট সাতটি বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছেন বাসিন্দাারা।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রাজধানী ঘিরে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কীভাবে এসব বিস্ফোরণ হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে তেহরানের কাছেই কারাজ শহরেও বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে।
১ অক্টোবর ইরান ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়; যা গত ছয় মাসের মধ্যে ইসরায়েলে চালানো ইরানের দ্বিতীয় সরাসরি হামলা। এর পর থেকেই ইসরায়েল এ হামলার পাল্টা জবাব দেওয়ার পরিকল্পনা করছিল। আর এবার ইরানের সে হামলার জবাবেই ইসরায়েল এ হামলাগুলো চালাচ্ছে।
সূত্র : রয়টার্স