× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিবাসী নেওয়ার সংখ্যা কমাচ্ছে কানাডা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১৮:৪২ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ১৮:৪৮ পিএম

কানাডার জাতীয় পতাকা।  ছবি : রয়টার্স

কানাডার জাতীয় পতাকা। ছবি : রয়টার্স

অভিবাসী নেওয়ার সংখ্যা দ্রুত কমিয়ে আনতে যাচ্ছে কানাডা। কানাডা সরকারের সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্যমতে, ২০২৫ সালে ৩ লাখ ৯৫ হাজার অভিবাসী (স্থায়ী বাসিন্দা) নেবে কানাডা। পরের বছর অর্থাৎ ২০২৬ সালে নেওয়া হবে ৩ লাখ ৮০ হাজার অভিবাসী। আর অভিবাসী নেওয়ার সংখ্যা ২০২৭ সালে আরও কমে ৩ লাখ ৬৫ হাজারে নেমে আসবে।

সংশ্লিষ্টরা বলছেন, সরকার ক্ষমতায় টিকে থাকতেই অভিবাসীদের নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে।

চলতি বছর কানাডা ৪ লাখ ৮৫ হাজার অভিবাসী নিয়েছে বলে ওই সূত্র জানিয়েছে। এ বছরের তুলনায় পরবর্তী তিন বছর কানাডায় অভিবাসী নেওয়ার সংখ্যা অনেকটাই কমে আসবে।

অধিকাংশ অভিবাসীদের জন্য প্রথম পছন্দের তালিকায় কানাডা থাকে, অভিবাসীদের স্বাগত জানাতে দেশটির খ্যাতিও রয়েছে। কিন্তু গত এক বছরে অভিবাসীদের প্রবেশ নিয়ে দেশটিতে সমালোচনা বাড়ছে। কানাডায় আবাসন সংকট থেকে শুরু করে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধির জন্য অভিবাসীদের দায়ী করা হয়। 

বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, কানাডায় অনেক অভিবাসী রয়েছেন, এমন চিন্তা করা মানুষের সংখ্যা দেশটিতে বাড়ছে।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা