× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টারজানের জনপ্রিয় অভিনেতা রন এলি মারা গেছেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১৮:১৬ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ১৮:৪৪ পিএম

টেলিভিশন শো টারজানের দৃশ্যে রন এলি। ছবি : সংগৃহীত

টেলিভিশন শো টারজানের দৃশ্যে রন এলি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ১৯৬০ এর দশকে প্রচারিত টেলিভিশন শো টারজেনের অভিনেতা রন এলি মারা গেছেন। তিনি শোটিতে টারজান চরিত্রে অভিনয় করেছিলেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।  

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর। গত ২৯ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার লস আলামোসে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেনে এই তারকা। 

বুধবার এলির মেয়ে কার্স্টেন ক্যাসেল এলি সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে লিথেছেন,‘বিশ্ব তার পরিচিত অন্যতম সেরা একজন মানুষকে হারিয়েছে। আর আমি আমার বাবাকে হারিয়েছি।’

১৯৬৬ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত এনবিসি টেলিভিশন নেটওয়ার্কে প্রচারিত হয়েছে টারজান। জানা গেছে, এই সময় শুটিং করতে গিয়ে বেশ কয়েকটি হাড় ভেঙেছিলেন এই অভিনেতা। তাছাড়া স্টান্ট করার সময় পশুদের আক্রমণের শিকারও হয়েছিলেন তিনি।  

২০০১ সালে অভিনয় থেকে অবসর নেন এলি। এরপর লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন। দুইটি রহস্য উপন্যাস লিখেছেন তিনি। 

২০১৪ সালে তিনি অল্প সময়ের জন্য অভিনয় জগতে প্রত্যাবর্তন করেছিলেন। তখন এক্সপেক্টিং আমিশ নামক একটি টেলিভিশন চলচ্চিত্রে তিনি একজন আমিশ প্রবীণের চরিত্রে অভিনয় করেছিলেন। 

সূত্র : বিবিসি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা