× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরাক ও সিরিয়ায় কুর্দি লক্ষ্যবস্তুতে তুরস্কের হামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১৫:১২ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ১৫:৪১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইরাক ও সিরিয়ায় কুর্দি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তুরস্কের বিমান বাহিনী। তুরস্কের একটি গুরুত্বপূর্ণ মহাকাশ ও প্রতিরক্ষা কোম্পানিতে হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালিয়েছে দেশটি। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। 

দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার বিমান হামলায় কুর্দিদের ৩২ টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। তবে কোন কোন স্থানে হামলা চালানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি ‘এড়াতে সব ধরনের সতর্কতা’ অবলম্বন করা হয়েছে।  

তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে রাষ্ট্রীয় মালিকানাধীন মহাকাশ ও প্রতিরক্ষা কোম্পানির তুর্কি এরোস্পেস ইন্ডাস্ট্রিজের (টিইউএসএএস) দপ্তরে বন্দুকধারীদের হামলা চালানোর কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হয়েছে। আর এ বন্দুক হামলার জন্য কুর্দি বিদ্রোহীদের দায়ী করেছে দেশটি। 

স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া বলেছেন, ‘দুঃখজনকভাবে হামলাটিতে ৫ জন শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। আহতদের মধ্যে তিনজনতে ইতোমধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন।’

বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, এক নারীসহ অন্তত দুইজন বন্দুকধারী তুর্কি এরোস্পেস ইন্ডাস্ট্রিজের (টিইউএসএএস) প্রবেশদ্বারে লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ছে।  

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের বন্দুক হামলার জন্য কুর্দিদের দায়ী করে বলেছেন,‘আমরা প্রতিবার এ বদমাশদের তাদের প্রাপ্য শাস্তি দেই। কিন্তু কখনোই তাদের হুঁশ হয় না।'

গুলের আরও বলেছেন,‘ শেষ সন্ত্রসী নির্মূল না হওয়া পর্যন্ত আমরা তাদের তাড়া করব।’

কুর্দি বা অন্য কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।

সূত্র : আলজাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা