× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাম্পকে ‘ফ্যাসিবাদী’ বললেন কমলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১৩:৩৭ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ১৭:৩১ পিএম

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস (বাঁ দিকে) ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস (বাঁ দিকে) ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ফ্যাসিবাদী’ বলে অভিহিত করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। 

সিএনএন টাউন হলের একটি অনুষ্ঠানে অ্যান্ডারসন কুপার কমলার কাছে জানতে চান তিনি ট্রাম্পকে ফ্যাসিবাদী বলে বিশ্বাস করেন কিনা। তার এ প্রশ্নের জবাবে কমলা বলেন,‘হ্যাঁ, আমি করি।’

জয়েন্ট চিফস অব স্টাফের সাবেক চেয়ারম্যান মার্ক মিলি বব উডওয়ার্ডের নতুন বই ‘ওয়ার’-এ ট্রাম্পকে ফ্যাসিবাদী আখ্যা দিয়েছেন। তার কথা উল্লেখ করে কমলা বলেছেন,‘আমি আরও বিশ্বাস করি, যারা তাকে (ট্রাম্পকে) এ বিষয়ে সবচেয়ে ভালো করে জানেন তাদরে ওপর আমাদের আস্থা রাখা উচিত।’

সম্প্রতিই নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউজের সাবেক চিফ অব স্টাফ জন কেলিও জানিয়েছেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জায়গায় নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের জেনারেলদের মতো অনুগত জেনারেল চান। সাবেক এই প্রেসিডেন্ট ‘ফ্যাসিবাদীর সংজ্ঞার’ মধ্যে পড়েন বলেও সতর্ক করেছেন তিনি।

টাউন হলে কমলা হ্যারিস বলেছেন,‘যারা আমাদের দেশের জন্য জীবন উৎসর্গ করার শপথ নিয়েছেন ট্রাম্প তাদেরকে হেয় করেছেন।’ 

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠীত হবে। এ নির্বাচনে ড্যামোক্রেটদের প্রেসিডেন্ট প্রার্থী কমলার বিরদ্ধে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়বেন ট্রাম্প। 

সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা