× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ রাতে ওড়িশায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় দানা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১২:৩০ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ১২:৪৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘দানা’ আরও শক্তিশালী রূপ ধারণ করেছে। এটি আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতেই ওড়িশার ভিতরকণিকা ও ধামরার কাছে আছড়ে পড়বে। যার গতি থাকবে ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটার।

ওড়িশা ও পশ্চিমবঙ্গে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ জনগণকে সরিয়ে নেওয়া হচ্ছে। বিমান ও রেল পরিষেবা স্থগিত করা হয়েছে।

ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার রাত থেকে ভিতরকণিকা ও ধামরার নিকটবর্তী পুরী ও সাগরদ্বীপের মধ্যবর্তী উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে।

বুধবার মধ্যরাতেই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে দানা। গত কয়েক ঘণ্টায় উপকূলের দিকে আরও ৯০ কিলোমিটার এগিয়েছে।

উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে আবহাওয়া দপ্তর জানিয়েছে, সাগরদ্বীপ থেকে মাত্র ৩৭০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। ওড়িশার পারাদ্বীপ থেকে এটি ২৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর থেকে ক্রমে উত্তর-পশ্চিম দিকে সরছে দানা। ঘূর্ণিঝড়টির মতিগতি থেকে আবহাওয়াবিদদের অনুমান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে ঘূর্ণিঝড়ের ‘ল্যান্ডফল’ হবে। স্থলভাগে আছড়ে পড়ার সময় এর গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। দমকা হাওয়ার গতি কখনও কখনও ১২০ কিলোমিটারও হতে পারে।

সূত্র : এনডিটিভি, আনন্দবাজার

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা