প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১২:৩০ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ১২:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
ঘূর্ণিঝড় ‘দানা’ আরও শক্তিশালী রূপ ধারণ করেছে। এটি আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতেই ওড়িশার ভিতরকণিকা ও ধামরার কাছে আছড়ে পড়বে। যার গতি থাকবে ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটার।
ওড়িশা ও পশ্চিমবঙ্গে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ জনগণকে সরিয়ে নেওয়া হচ্ছে। বিমান ও রেল পরিষেবা স্থগিত করা হয়েছে।
ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার রাত থেকে ভিতরকণিকা ও ধামরার নিকটবর্তী পুরী ও সাগরদ্বীপের মধ্যবর্তী উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে।
বুধবার মধ্যরাতেই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে দানা। গত কয়েক ঘণ্টায় উপকূলের দিকে আরও ৯০ কিলোমিটার এগিয়েছে।
উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে আবহাওয়া দপ্তর জানিয়েছে, সাগরদ্বীপ থেকে মাত্র ৩৭০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। ওড়িশার পারাদ্বীপ থেকে এটি ২৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর থেকে ক্রমে উত্তর-পশ্চিম দিকে সরছে দানা। ঘূর্ণিঝড়টির মতিগতি থেকে আবহাওয়াবিদদের অনুমান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে ঘূর্ণিঝড়ের ‘ল্যান্ডফল’ হবে। স্থলভাগে আছড়ে পড়ার সময় এর গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। দমকা হাওয়ার গতি কখনও কখনও ১২০ কিলোমিটারও হতে পারে।
সূত্র : এনডিটিভি, আনন্দবাজার