প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১২:০৬ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ১৩:০৮ পিএম
ছবি : সংগৃহীত
তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন মহাকাশ ও প্রতিরক্ষা কোম্পানির দপ্তরে বন্দুকধারীদের হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। বুধবার (২৩ অক্টোবর) দেশটির কর্তৃপক্ষ এ বিষয়ে জানিয়েছেন।
বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে জানিয়েছেন, দুই হামলাকারীকে নিরস্ত্র করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ।
বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, এক নারীসহ অন্তত দুইজন বন্দুকধারী তুর্কি এরোস্পেস ইন্ডাস্ট্রিজের (টিইউএসএএস) প্রবেশদ্বারে লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ছে।
ইয়ারলিকায়া বলেছেন, ‘দুঃখজনকভাবে হামলাটিতে ৫ জন শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। আহতদের মধ্যে তিনজনতে ইতোমধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন।’
দেশটির প্রেডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ হামলার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করছিলেন। তিনি এ হামলার ঘটনাকে ‘জঘন্য সন্ত্রাসী হামলা’ বলে নিন্দা জানিয়েছেন।
এ বন্দুক হামলার জন্য কুর্দি বিদ্রোহীদের দায়ী করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার রাত থেকে কুর্দি সশস্ত্র গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে উত্তর ইরাক ও উত্তর সিরিয়া অঞ্চলে বিমান হামলার ঘোষণা দিয়েছে।