প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১০:৫৪ এএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ১৩:১৫ পিএম
ছবি : সংগৃহীত
ইসরায়েলের সামরিক বাহিনীর অন্তত ৭০ জন সদস্যকে হত্যার দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার (২৩ অক্টোবর) হিজবুল্লাহর অভিযান পরিচালনা কেন্দ্র (অপারেশনস রুম) এ বিষয়ে জানিয়েছে।
তবে তাদের কবে ও কোথায় হত্যা করা হয়েছে তা জানানো হয়নি।
গোষ্ঠীটি গত সপ্তাহে ৫৫ ইসরায়েলি সেনাকে হত্যা করার দাবি করেছিল।
ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহকে লক্ষ করে লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত তারা দেশটির অভ্যন্তরে ২০ জন সেনা হারিয়েছে। এ ছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর হামলায় ৩০ জনের বেশি সোনা হারিয়েছে।
২৩ সেপ্টেম্বর থেকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ করে লেবাননে হমালা জোরদার করেছে ইসরায়েল। হিজবুল্লাহর ঘাঁটিগুলোয় ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী।
এদিকে গত ১৩ অক্টোবর ইসরায়েলি সামরিক ঘাঁটিতে মারাত্মক হামলা চালায় ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর পর দিনই রাজধানী বৈরুতসহ লেবাননজুড়ে হিজবুল্লাহর ওপর নির্দয়ভাবে হামলা চালানোর অঙ্গীকার করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালায়। হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে হিজবুল্লাহ। এরপরের দিন থেকেই হিজবুল্লাহ-ইসরায়েল সংঘাত শুরু হয়।