প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১০:১৬ এএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ১০:৫৪ এএম
হাশেম সাফিয়েদ্দিন। ছবি : সংগৃহীত
ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিয়েদ্দিন ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে গোষ্ঠীটি। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
বুধবার সাফিয়েদ্দিনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে গোষ্ঠীটি বিবৃতিতে জানিয়েছে, তারা ‘একজন মহান নেতার মৃত্যূতে’ শোক প্রকাশ করছে। যিনি ‘সম্মানজনক’ জীবনযাপন করেছেন।
এর আগে মঙ্গলবার রাতে ইসরায়েলি সামরিক বাহিনী বৈরুতে তাদের বিমান হামলায় সাফিয়েদ্দিনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তখন এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ।
তিন সপ্তাহ আগে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশেম সাফিয়েদ্দিন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) ইসরায়েলি সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তিন সপ্তাহ আগে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি যুদ্ধবিমানের বোমা হামলায় সাফেয়িদ্দিন নিহত হয়েছেন। ইসরায়েলের মতে, হিজবুল্লাহর প্রধান ভূগর্ভস্থ গোয়েন্দা হেডকোয়ার্টার অবস্থিত এমন একটি ভবন লক্ষ করে বোমা হামলাটি পরিচালনা করা হয়েছে।
সামরিক বাহিনী দাবি করেছে, হিজবুল্লাহর প্রায় ২৫ জন শীর্ষ কমান্ডার হালমাটির সময় ওই ভবনে অবস্থান করছিলেন। তবে তারা বেঁচে আছেন কি না স্পষ্ট করে জানায়নি ইসরায়েলি বাহিনী।
সশস্ত্র গোষ্ঠীটির নির্বাহী পরিষদের চেয়ারম্যান হিসেবে সাফিয়েদ্দিন গোষ্ঠীটির অত্যন্ত উচ্চপদস্থ একজন সদস্য। তিনি ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহর চাচাতো ভাইও।
৪ অক্টোবর লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়েহ এলাকায় ইসরায়েলি বিমান হামলার পর থেকে তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করতে পারেনি গোষ্ঠীটি।
সূত্র : বিবিসি