প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ০৯:৫৮ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ১১:১৫ এএম
ছবি : সংগৃহীত
তিউনিসিয়ার মধ্যাঞ্চলীয় কাইরুয়ান প্রদেশে একটি ট্রাক ও একটি আন্তঃপ্রাদেশিক পরিবহন ট্যাক্সির সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (২২ অক্টোবর) দেশটির বেসরকারি রেডিও স্টেশন মোসাইক এফএম এ বিষয়ে জানিয়েছে।
কাইরুয়ানের বেসামরিক সুরক্ষা বিভাগের আঞ্চলিক পরিচালক কর্নেল হামদি লুসিফ রেডিওটিকে বলেছেন, ‘আজ চেবিকা শহর ও কাইরুয়ানকে সংযোগকারী প্রধান সড়কে একটি ট্রাকের সঙ্গে একটি আন্তঃপ্রাদেশিক পরিবহন ট্যাক্সির সংঘর্ষের ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে।
লুসিফ জানিয়েছেন, বিপুলসংখ্যক গর্তের কারণে যে সড়কে দুর্ঘটনাটি ঘটেছে সেটি ওই অঞ্চলের অন্যতম বিপজ্জনক সড়ক হিসেবে বিবেচিত। যার ফলে এখন পর্যন্ত অনেক মারাত্মক দুর্ঘটনা ঘটেছে।
তিউনিসিয়া সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনাপ্রবণ দেশগুলোর একটি। তিউনিসিয়ান ন্যাশনাল ট্রাফিক অবজারভেটরির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশটিতে ৪ হাজার ১৬৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে; যার ফলে ৮৮৮ জনের প্রাণ ঝরেছে। আহত হয়েছে আরও ৫ হাজার ৭৯৪ জন।