প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ১১:০১ এএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪ ১১:৫০ এএম
পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো টোলেডোকে পাহারা দিচ্ছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) পেরু থেকে তোলা। ছবি : সংগৃহীত
পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো টোলেডোকে দুর্নীতি ও অর্থ পাচারের দায়ে ২০ বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার (২২ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
কৌঁসুলিরা জানিয়েছেন, দেশটির দক্ষিণাঞ্চলে একটি সড়ক নির্মাণের কাজ পাওয়া ব্রাজিলের একটি নির্মাণ কোম্পানির কাছ থেকে ৩৫ মিলিয়ন ডলার ঘুষ নিয়েছেন তিনি।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন দেশটির ৭৮ বছর বয়সি সাবেক এ প্রেসিডেন্ট।
পাঁচ বছর আগে ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার হন তিনি। সেখানে বহু বছর ধরে বসবাস ও কাজ করছিলেন। গত বছর তাকে পেরুতে প্রত্যর্পণ করা হয়।
সরকারি চুক্তি নিশ্চিত করতে লাতিন আমেরিকা ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের লাখ লাখ ডলার ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছে ব্রাজিলিয়ান কোম্পানি ওদেব্রেখট।
পেরুর বিচারক ইনেস রোজাস জানিয়েছেন, পেরুভিয়ানরা টলেডোকে তাদের প্রেসিডেন্ট হিসেবে ‘বিশ্বাস’ করেছিল। যিনি ‘জনসাধারণের অর্থ পরিচালনার দায়িত্বে’ রয়েছেন। সম্পদের ‘সুরক্ষা ও সঠিক ব্যবহার নিশ্চিত করার’ জন্যও তিনি দায়বদ্ধ।
রোজাসের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, তিনি (টলেডো) ‘রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন’।
টলেডো তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।