প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ১২:৫৩ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪ ১৬:৩২ পিএম
বি২ বোমারু বিমান। ছবি : সংগৃহীত
ইয়েমেনে হুতিদের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাপ্রধানের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বি-২ বোমারু বিমান ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় পাঁচটি ভূগর্ভস্থ অস্ত্র সংরক্ষণাগারে ‘নির্ভুল হামলা’ চালিয়েছে।
অস্টিন আরও জানিয়েছেন, ওই অঞ্চলে বেসামরিক ও সামরিক জাহাজ লক্ষ করে প্রায়ই হুতিরা হামলা চালায়। সেসব হামলায় হুতিরা যে ধরনের অস্ত্র উপাদান ব্যবহার করে সেগুলো সংরক্ষণের জন্য ব্যবহৃত ‘দুর্গম’ ভূগর্ভস্থ স্থাপনাগুলো লক্ষ করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এসব হামলা চালিয়েছে।
বি-২ বোমারু বিমানের সক্ষমতা প্রসঙ্গে অস্টিন জানিয়েছেন, তাদের প্রতিপক্ষ যেসব স্থাপনা নাগালের বাইরে রাখতে চায়, সেগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করতে যুক্তরাষ্ট্রের সক্ষমতার এক অনন্য প্রদর্শন ছিল এটি। স্থাপনাগুলো মাটির যত গভীরেই চাপা থাকুক না কেন, যত শক্ত ও সুরক্ষিতই থাকুক না কেন বি-২ বোমারু বিমান তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে ।
পৃথক এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এ হামলায় ক্ষয়ক্ষতির যে পরিসংখ্যান পাওয়া গিয়েছে তাতে বেসামরিক হতাহতের ইঙ্গিত পাওয়া যায়নি।
সূত্র : আলজাজিরা