প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ১২:১০ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪ ১৩:০৮ পিএম
ছবি : সংগৃহীত
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি উল্টে যাওয়া জ্বালানি ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৭-এ দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও প্রায় ৫০ জন। বুধবার (১৬ অক্টোবর) দেশটির পুলিশ এ বিষয়ে জানিয়েছে।
পুলিশের এক মুখপাত্র লাওয়ান অ্যাডাম জানিয়েছেন, দেশটির একটি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি একটি হাইওয়ের দিকে যাত্রা করছিল জ্বালানি ট্যাংকারটি। মধ্যরারাতের দিকে মাজিয়া শহরে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে ট্যাংকারটি ঘোরাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে এটি জিগাওয়া রাজ্যের একটি এক্সপ্রেসওয়েতে উল্টে যায়। বাসিন্দারা উল্টে যাওয়া ট্যাংকার থেকে তেল সংগ্রহ করতে ছুটে আসে। তখনই এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রাথমিক পর্যায়ে অ্যাডাম জানান, এ ভয়াবহ অগ্নিকাণ্ডে দুর্ঘটনাস্থলেই ৯৪ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
পরে জিগাওয়া রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান হারুনা মাইরিগা জানিয়েছেন, এ দুর্ঘটনায় অন্তত ১৪৭ জন নিহত হয়েছে। ন্যাশনাল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সিও (এনইএমএ) মৃতের একই পরিসংখ্যান দিয়েছে।
গত মাসেও উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে ট্রাকের সঙ্গে জ্বালানি ট্যাংকারের সংঘর্ষে সৃষ্ট বিস্ফোরণে অন্তত ৪৮ জন নিহত হয়েছে।
নাইজেরিয়ার বেশিরভাগ প্রধান সড়কে প্রাণঘাতী ট্রাক দুর্ঘটনা একটি সাধারণ বিষয়। বেপরোয়াভাবে গাড়ি চালানো, রাস্তার খারাপ অবস্থা ও যানবাহনের করুণ দশাকে এ ধরনের দুর্ঘটনার জন্য দায়ী করেছেন বিশেষজ্ঞরা।
সূত্র : আলজাজিরা