প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ১৬:২১ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪ ১৮:৪৪ পিএম
অধ্যাপক ড্যারন এসেমোগ্লু, সাইমন জনসন এবং জেমস এ. রবিনসন। ছবি : সংগৃহীত
অর্থনীতিতে যৌথভাবে নোবেল জিতেছেন তিন অর্থনীতিবিদ। সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।
তিন অর্থনীতিবিদ হলেন, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক ড্যারন এসেমোগ্লু ও সাইমন জনসন এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস এ. রবিনসন।
নোবেল কমিটির দেওয়া তথ্যানুসারে, বিভিন্ন দেশের সমৃদ্ধিতে কেন এত পার্থক্য দেখা যায়, তা নিয়ে নতুন ধারণা দিয়েছেন ড্যারন এসেমোগ্লু, সাইমন জনসন এবং জেমস এ. রবিনসন। কীভাবে প্রতিষ্ঠান গঠিত হয় এবং সমৃদ্ধিতে প্রভাব ফেলে- এ নিয়ে গবেষণার জন্য তাদের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
গত বছর অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন মার্কিন অর্থনীতিবিদ ক্লডিয়া গোল্ডিন। শ্রমবাজারে নারী অংশগ্রহণের ফলাফল সম্পর্কে বোঝাপড়ার উন্নতিতে অবদান রাখার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়।
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ১৯০১ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার প্রদান করে। সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের মৃত্যুর ৫ বছর পর থেকে তার নামে ও রেখে যাওয়া অর্থে এই পুরস্কার দেওয়া হয়। পরে ১৯৬৯ সালে এতে যুক্ত হয় অর্থনীতি।
প্রতি বছর আলফ্রেড নোবেলের মৃত্যুর দিবস ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। প্রত্যেক ক্ষেত্রে পুরস্কার বিজয়ীরা একটি সোনার মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৮০ লাখ টাকা) পান।