× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা, আটক ২

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪ ১৫:০১ পিএম

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪ ১৬:০১ পিএম

মহারাষ্ট্রের সাবেক মন্ত্রীবাবা সিদ্দিকি। ছবি : সংগৃহীত

মহারাষ্ট্রের সাবেক মন্ত্রীবাবা সিদ্দিকি। ছবি : সংগৃহীত

মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠীর সদস্য বাবা সিদ্দিকিকে মুম্বাইয়ে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন দুইজনকে আটক করেছে। এদিকে হত্যার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। 

সূত্রের মাধ্যমে জানা গেছে, শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মুম্বাইয়ে পূর্ব বান্দ্রার বিধায়ক ও তার ছেলে জিশানের কার্যালয়ের কাছে এ হামলা করা হয়েছে। বন্দুকধারীরা তাকে উদ্দেশ্য করে ছয়টি গুলি চালিয়েছে। যার মধ্যে চারটি গুলিই তার শরীরে লেগেছে। এ বন্দুক হামলায় তার এক সহযোগীও গুলিবিদ্ধ হয়েছেন। গুলি লাগার পর তড়িঘড়ি করে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় সিদ্দিকিকে। 

মুম্বাই পুলিশ জানিয়েছে, এ হত্যাকাণ্ডের সঙ্গে তিনজন বন্দুকধারী জড়িত রয়েছে। তারা তিনজনের মধ্যে দুইজনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে একজন হলেন হরিয়ানার গুরমেইল বলজিৎ সিং। তার বয়স ২৩ বছর। আরেকজন হলেন উত্তরপ্রদেশের ধর্মরাজ কাশ্যপ। তার বয়স ১৯ বছর বছর। আর তৃতীয়জন হলেন উত্তরপ্রদেশের শিব কুমার। তিনি পলাতক রয়েছেন। 

সন্দেভাজনরা বেশ কয়েক মাস ধরে সিদ্দিকির বাসা ও অফিসে নজরদারি করছিলেন। সন্দেহভাজনদের প্রত্যেককে এ কাজের জন্য অগ্রিম ৫০ হাজার রুপি দেওয়া হয়েছিল। হত্যার মাত্র একদিন আগে তাদের কাছে অস্ত্র সরবরাহ করা হয়েছিল। সন্দেহভাজনদের দুইজন পুলিশি হেফাজতে রয়েছে। আর বাকিদের সন্ধান করা হচ্ছে। 

গত ১৪ এপ্রিল রাতে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সালমান খানের বাসভবনে বাইরে দুই ব্যক্তি কয়েক রাউন্ড গুলি চালায়। তার মোটরসাইকেলে করে এসে সে হামলা চালিয়েছিল। আর যেহেতু সিদ্দিকির ওপর হামলাও ওই একই এলাকাতে হয়েছে, তাই পুলিশ সালমান খানের বাসভবনের চারপাশে নিরাপত্তা জোরদার করেছে।

এ বছরের শেষের দিকে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এর মাত্র কয়েক মাস আগে দশেরার দিন এ বন্দুক হামলার শিকার হলেন সিদ্দিকি।  

সূত্র: এনডিটিভি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা