প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪ ১২:৩০ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪ ১২:৪০ পিএম
ছবি : সংগৃহীত
ইরানের সব ধরনের বিমানে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করা হয়েছে । লেবাননে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের কয়েক সপ্তাহ পরই এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। শনিবার (১২ অক্টোবর) দেশটির স্থানীয় গণমাধ্যম এ বিষয়ে জানিয়েছে।
ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র জাফর ইয়াজেরলোর বরাত দিয়ে বার্তা সংস্থা আইএসএনএ বলেছে, ‘ফ্লাইট কেবিন বা কার্গোতে মোবাইল ফোন ছাড়া যেকোনো ধরনের ইলেক্ট্রনিক যোগাযোগ যন্ত্রের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।’
গত মাসে লেবাননে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ভয়াবহ ঘটনা ঘটেছে। লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েল এ নাশকতামূলক হামলাগুলো চালিয়েছে- এমনটাই দাবি করেছে ইরান ও হিজবুল্লাহ। লেবাননে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূত মোজতাবা আমানিও একই দাবি করেছেন।
লেবাননে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। প্রায় ৩ হাজার মানুষ আহত হয়েছেন।
সূত্র : এনিডিটিভি