প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪ ০৮:৫৮ এএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪ ০৯:৩৫ এএম
ছবি : সংগৃহীত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে উপজাতিদের মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। শনিবার (১২ অক্টোবর) দেশটির এক স্থানীয় কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
শনিবার খাইবান পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় প্রতিদ্বন্দ্বী উপজাতিদের মধ্যে গোলাগুলির ঘটনায় দুইজন ব্যক্তি গুরুতর আহত হন। এরপর ওই অঞ্চলে উত্তেজনা বেড়ে যায়। তবে গোলাগুলির ঘটনা কেন ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঊর্ধ্বতন কর্মকর্তা জাভেদুল্লাহ খান জানিয়েছেন, কুররাম জেলার বিভিন্ন এলাকায় যানবাহত লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে হতাহতের সংখ্যা আরও বেড়ে গিয়েছে।
খান আরও জানিয়েছেন, ভ্রমণের রুটগুলো সুরক্ষিত করতে ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে চেষ্টা করা হচ্ছে। আহতদের হাসেপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সাবেক সংসদ সদস্য ও উপজাতীয় পরিষদের সদস্য পীর হায়দার আলী শাহ জানিয়েছেন,উপজাতিদের মধ্যে শান্তি চুক্তির মাধ্যমে মধ্যস্থতা করতে প্রবীণরা কুররামে এসেছেন।
তিনি বলেছেন,‘সাম্প্রতিক গোলাগুলির ঘটনা দুঃখজনক। এর ফলে স্থায়ী শান্তির প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে।’
সাম্প্রতিক বছরগুলোতে কুররামে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ব্যাপক হারে দেখা দিয়েছে।
গত মাসে আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম এলাকায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সশস্ত্র শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে কয়েক দিনের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছে।
সূত্র : আলজাজিরা