× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পশ্চিমবঙ্গে কয়লা খনিতে বিস্ফোরণ, ৭ শ্রমিকের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ১৬:০৩ পিএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ১৬:৪৩ পিএম

পশ্চিমবঙ্গের একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে একটি কয়লা খনিতে ডিনামাইট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৭ অক্টোবর) সকালে এই বিস্ফোরণে সাতজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনেকে।

ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভাদুলিয়ার গঙ্গারামচক কয়লা খনিতে বিস্ফোরণের এ ঘটনায় কেউ ভেতরে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আটকে পড়াদের উদ্ধারে দমকলবাহিনী ও পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে খনি থেকে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানো হয়েছিল। কিন্তু ভেতরে শ্রমিকরা যে কাজ করছিলেন, তা খেয়াল ছিল না কারও। আর সেই অসাবধানতা থেকেই শ্রমিকেরা চাপা পড়ে যান। পরে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার পর খনির কর্মকর্তারা এলাকা ছেড়ে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ।

বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। স্থানীয় কর্মকর্তারা এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

সূত্র :  ইন্ডিয়া টুডে


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা