প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪ ১২:২২ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪ ১৬:২৬ পিএম
ছবি : সংগৃহীত
চলতি মাসের শুরুতে লেবাননে ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৪৪০ হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী(আইডিএফ)। রবিবার (৬ অক্টোবর) সংবাদমাধ্যম আরটি এর এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
শনিবার আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেন, ‘আমরা হিজবুল্লাহকে উত্তরের দিকে ঠেলে দিচ্ছি। আমরা স্থল অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৪৪০ জন সন্ত্রাসীকে নির্মূল করেছি। তাদের মধ্যে ৩০ জন কমান্ডিং অফিসারও ছিলেন।’ তবে এ বিষয়ে হিজবুল্লাহ এখনো কিছু জানায়নি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার ভোর থেকে প্রবল ইসরায়েলি হামলায় কাঁপছে লেবাননের রাজধানী বৈরুত। একটানা ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, বৈরুতের শহরতলি দাহিয়েহে শনিবার রাতভর ৩০ টিরও বেশি হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এ হামলায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এদিকে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।
গত মাসের শেষের দিকে সপ্তাহব্যাপী লেবাননে বোমা হামলা চালিয়ে হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহসহ কয়েক ডজন উচ্চপদস্থ হিজবুল্লাহ নেতাকে হত্যা করে ইসরায়েল। আর তারপর মঙ্গলবার (১ অক্টোবর) দক্ষিণ লেবাননে ‘সীমিত স্থল অভিযানের’ ঘোষণা দেয় আইডিএফ।