প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪ ০৮:৫৪ এএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪ ১৭:১৬ পিএম
হাশেম সাফিউদ্দিন। ছবি : সংগৃহীত
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরী হাশেম সাফিয়েদ্দিনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে গোষ্ঠীটির।
শনিবার (৫ অক্টোবর) লেবাননের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়েহ এলাকায় ইসরায়েলি বিমান হামলার পর থেকে তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করতে পারেনি তারা।
সাফিয়েদ্দিন সশস্ত্র গোষ্ঠটির নির্বাহী পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি গোষ্ঠীটির অত্যন্ত উচ্চপদস্থ সদস্য। একইসঙ্গে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহর চাচাতো ভাইও হন তিনি।
আলজাজিরার সাংবাদিক দরসা জব্বারি বৈরুত থেকে জানিয়েছেন, হিজবুল্লাহর বেশিরভাগ কমান্ডারই ‘ছায়াচ্ছন্ন’ অবস্থায় আছেন। কিন্তু গত মাসে ইসরায়েলি বিমান হামলায় নাসরুল্লাহ নিহত হওয়ার পর তার সম্ভাব্য উত্তরসূরী সাফিয়েদ্দিন হতে পারেন বলে ধারণা করা হয়। এরপরই তার নাম প্রকাশ্যে আসে। এবার তাকেও হত্যা করার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে গোষ্ঠীটির অভ্যন্তরে উত্তরাধিকারের বিষয়টি এখন প্রশ্নবিদ্ধ।
এদিকে হিজবুল্লাহর মিডিয়া অফিস গোষ্ঠীটির অভ্যন্তরীন এক সূত্রের বরাত দিয়ে এক বিবৃতিতে জানিয়েছে, ‘হিজবুল্লাহ কর্মকর্তাদের ভাগ্য’ নিয়ে ইসরায়েলের প্রকাশিত প্রতিবেদন ‘মূল্যহীন গুজব’। গোষ্ঠীটি জোর দিয়ে বলেছে, তাদের মিডিয়া অফিস থেকে জারি করা বিবৃতিগুলোই কেবল সঠিক।
সূত্র : আলজাজিরা