প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪ ১৬:৪২ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪ ১৭:০৪ পিএম
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলের প্রথমেই দেশটির পারমাণবিক স্থাপনায় হামলা চালানো উচিত বলে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৫ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
শুক্রবার নর্থ ক্যারোলাইনের এক নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রেসিডেন্ট জো বাইডেনকে ইরানের পরমাণু স্থাপনাকে লক্ষ্যবস্তু করার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের একটি প্রধান সামরিক ঘাঁটির কাছে ফায়েটভিলে টাউন হল স্টাইলের অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘তারা (সাংবাদিকরা) তাকে জিজ্ঞেস করেন, ইরান সম্পর্কে আপনার ধারণা কী, আপনি কি ইরানে হামলা চালাবেন? আর তিনি বলেন, যতক্ষণ না তারা পারমাণবিক জিনিসে হামলা না করছে।’
ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালে বাইডেন তা সমর্থন করবেন কি না, বুধবার সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘উত্তর হলো না।’
এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় তিনি ভুল করেছেন। এটাই কি আপনার আঘাত করার কথা না? আমি বলতে চাচ্ছি, পারমাণবিক অস্ত্র, এটিই আমাদের সবচেয়ে বড় ঝুঁকি। যখন তাকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তখন তার উত্তর হওয়া উচিত ছিল, প্রথমেই পারমাণবিক স্থাপনায় আঘাত হানুন। আর বাকিগুলো নিয়ে পরে চিন্তা করুন।’
তিনি আরও বলেন,‘যদি তারা এটি করতে চায় তবে তারা এটি করতে যাচ্ছে। তবে তাদের পরিকল্পনা কী তা আমরা খুঁজে বের করব ‘
তিনি চলতি সপ্তাহে একটি কঠোর বিবৃতি দিয়েছেন। যাতে তিনি মধ্যপ্রাচ্যের এই সংকটের জন্য বাইডেন ও দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দায়ী করেছেন।
সূত্র : এনডিটিভি