× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হুতির ১৫টি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪ ১১:৫১ এএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪ ১২:০০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির ১৫টি লক্ষবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৪ অক্টোবর) এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

ইয়েমেনের বাসিন্দারা দেশটির সামরিক ফাঁড়ি ও একটি বিমানবন্দরে বিস্ফোরণের বিষয়ে জানিয়েছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকা সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হুতিদের আক্রমণাত্মক সামরিক সক্ষমতার সঙ্গে জড়িত লক্ষ্যবস্তুগুলোয় তারা হামলা চালিয়েছে। তবে এর মধ্যে হুতির ক্ষেপণাস্ত্র, ড্রোন বা রাডার সক্ষমতা রয়েছে কি না সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

সমাজমাধ্যম এক্সের একটি পোস্টে সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হামলাগুলো শুক্রবার মধ্যরাতে চালানো হয়েছে।

পেন্টাগন জানিয়েছে, তারা বিমান ও যুদ্ধজাহাজ ব্যবহার করে হুতির লক্ষ্যবস্তুগুলোয় হামলা চালিয়েছে। আর ‘নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা করার জন্য’ তারা এ হামলা চালিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়। এর জবাবে গাজায় হামলা শুরু করে ইসরায়েল।

গত নভেম্বর থেকে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে একাত্মতা জানাতে লোহিত সাগরে ইসরায়েল ও তার সমর্থকদের বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাহাজ লক্ষ করে একের পর এক হামলা চালিয়ে আসছে হুতিরা। নভেম্বর থেকে এখন পর্যন্ত লোহিত সাগর অতিক্রমকারী জাহাজগুলোয় অন্তত ১০০ হামলা চালিয়েছে তারা।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা