প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪ ১০:৩৯ এএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪ ১২:৪৫ পিএম
আফগানিস্তানের তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ (বাঁ দিকে)। ছবি : সংগৃহীত
সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে আফগান তালেবানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। দেশটির ‘সর্বোচ্চ পর্যায়’ থেকে এ সিদ্বান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ বিষয়ে জানিয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ জানিয়েছেন, সিদ্ধান্তটিকে বাস্তবে পরিণত করতে বিভিন্ন আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, বর্তমান আফগান সরকারের সঙ্গে ‘বাস্তবসম্মত আলাপ’ চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার বিষয়ে নিশ্চিত মস্কো।
চলতি বছরের জুলাইয়ে পুতিন জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আফগানিস্তানের তালেবানের আন্দোলনকে রাশিয়া মিত্র হিসেবে বিবেচনা করে।
দীর্ঘ ২০ বছর পর ২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক বাহিনী আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহার করে। আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। এর পর থেকেই তালেবানের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক উন্নত হচ্ছে রাশিয়ার।
তালেবান নেতৃত্বাধীন সরকারকে আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো দেশ স্বীকৃতি দেয়নি। যদিও চীন ও সংযুক্ত আরব আমিরাত তালেবান রাষ্ট্রদূতদের গ্রহণ করেছে।
২০০৩ সালে রাশিয়া আফগান তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করে। দেশটি তালেবানকে এ তালিকা থেকে অপসারণ করলে তা হবে আফগানিস্তানের সঙ্গে মস্কোর সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সূত্র : জিও নিউজ