ইসরায়েলে ইরানের হামলা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ১৫:৩৪ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪ ১৫:৫০ পিএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রকে না জড়াতে হুঁশিয়ার করেছে তেহরান। বুধবার (২ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে এ বিষয়ে সরে যেতে ও হস্তক্ষেপ না করতে হুঁশিয়ারি দিয়েছি।’ তার এ বার্তাটি তেহরানের সুইস দূতাবাসের মাধ্যমে প্রচার করা হয়েছে।
মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ‘পুরোপুরি সমর্থন’ দিচ্ছে।
তিনি আরও জানান, এ হামলায় প্রতিক্রিয়া করার ব্যাপারে আজকে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করবেন।
ইরানের এ হামলার প্রতিক্রিয়া কী হবে, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বাইডেন বলেন,‘বিষয়টি এখন সক্রিয় আলোচনায় রয়েছে।’
সূত্র : আলজাজিরা