প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ১৩:৫০ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪ ১৬:৩৬ পিএম
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি : সংগৃহীত
ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতিরা। বুধবার (২ অক্টোবর) জিও নিউওেজর এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, তারা ইসরায়েলের গভীরে ইসরায়েলি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে তিনটি ‘কুদস ৫’ রকেট নিক্ষেপ করেছে।
হতাহতের বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
সারি বলেছেন,‘গাজা ও লেবাননের বিরুদ্ধে আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত আমরা ইসরায়েলি শত্রু ও এর পেছনে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান বিস্তৃত করতে দ্বিধা বোধ করবো না।’
এদিকে ইয়েমেন থেকে ইসরায়েলি সামরিক ঘাটিতে রকেট ছোড়ার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী এখনো কোনো ঘোষণা দেয়নি।
মধ্যপ্রাচ্যে চারদিক দিয়ে যুদ্ধে জড়িয়ে পড়েছে ইসরায়েল। ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতির পাশাপাশি এখন ইরানের সঙ্গেও যুদ্ধ শুরু হয়ে গিয়েছে দেশটির। মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রায় যুদ্ধ লেগে যাওয়া এখন কেবল কিছু সময়ের ব্যাপার।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। এর জবাবে গাজায় হামলা শুরু করে ইসরায়েল।
গত নভেম্বর থেকে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে একাত্মতা জানাতে লোহিত সাগরে ইসরায়েল ও তার সমর্থকদের বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাহাজ লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে আসছে হুতিরা।
সূত্র : রয়টার্স