প্রথম সরাসরি সংঘর্ষ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ১২:৫৫ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪ ১৪:৪৭ পিএম
লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি সেনারা তৎপরতা চালাচ্ছে। ছবি : সংগৃহীত
লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর ওদাইসসেহ থেকে ইসরায়েলি সেনাবাহিনীকে পিছু হটতে বাধ্য করার দাবি করেছে হিজবুল্লাহ। বুধবার (২ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, তারা বুধবার ভোরে ওদাইসসেহ শহরে অনুপ্রবেশকারী ইসরায়েলি বাহিনীর মুখোমুখি হয়েছে।
সমাজমাধ্যম টেলিগ্রামের এক পোস্টে হিজবুল্লাহ বলেছে, ‘হিজবুল্লাহ বাহিনীর সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ হয়েছে। এতে ইসরায়েলি বাহিনীর ক্ষতি হয়েছে। আমরা তাদের পিছু হটতে বাধ্য করেছি।’
এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা বেড়েই চলেছে। ২৩ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিগুলো লক্ষ করে হামলা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে এখন পর্যন্ত লেবাননের প্রায় ১ হাজার নাগরিক নিহত হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। এর পর থেকে ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করেছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। এর পরের দিন রাতেই ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। ইরানের হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সূত্র : আলজাজিরা