প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ১২:০১ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪ ১৪:০৩ পিএম
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান হামলার আশঙ্কা তেলের দাম বাড়িয়ে দিয়েছে। বুধবার (২ অক্টোবর) আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে একের পর এক বিমান হামলা ঘটছে। মঙ্গলবার রাতে (১ অক্টোবর) ইসরায়েলের ওপর হামলা চালিয়েছে ইরান। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীও ইরানের এ হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনায় তেলের সম্ভাব্য সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত সিএলসি১ ফিউচারের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক শূন্য ৫ ডলার বা ১ দশমিক ৪৮ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৭০ দশমিক ৮৬ ডলারে।
সূত্র : আলজাজিরা