প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৩ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪২ পিএম
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া বাস থেকে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভারতের মধ্যপ্রদেশ থেকে তোলা। ছবি : সংগৃহীত
ভারতের মধ্যপ্রদেশে একটি ডাম্পার ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন। রবিবার (২৯ সেপ্টেম্বর) দেশটির পুলিশ এ বিষয়ে জানিয়েছে।
এর আগে শনিবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে মধ্যপ্রদেশের রাজধানী বোপাল থেকে প্রায় ৪৯০ কিলোমিটার উত্তর-পূর্বে মাইহার জেলার নাদান দিহাত থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি উত্তর প্রদেশ থেকে মধ্যপ্রদেশের নাগপুরের উদ্দেশে যাত্রা করছিল।
রাজ্যটির এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘শনিবার গভীর রাতে নাদান দেহাত থানা এলাকায় জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ডাম্পার ট্রাককে একটি যাত্রীবাহী স্লিপার কোচের বাস ধাক্কা মারে। এতে ১০ জন নিহত হয় ও ২৪ জন আহত হয়।’
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। বাকি ২৯ জনকে সাতনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজন নিহত হয়। আহতদের মধ্যে দুজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, দুমড়েমুচড়ে যাওয়া বাসটির মধ্যে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করতে উদ্ধারকারীরা আর্থমুভার ও স্টিল কাটার ব্যবহার করেছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ।
সড়ক দুর্ঘটনা ভারতে একটি সাধারণ ঘটনা। অতিরিক্ত যাত্রীবোঝাই, রাস্তার খারাপ অবস্থা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে প্রায়ই দেশটিতে সড়ক দুর্ঘনা ঘটে থাকে।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রতি বছরই দেশটিতে প্রায় ৫ লাখ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। যাতে প্রতি বছরই প্রায় দেড় লাখ মানুষ প্রাণ হারায়।
সূত্র : সিনহুয়া