হাসান নাসরুল্লাহ হত্যা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৪ পিএম
ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি। ছবি : সংগৃহীত
হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ হত্যাকাণ্ডের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে ইরান। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
শনিবার জতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের কাছে লেবানন ও ওই অঞ্চলে ইসরায়েলের কর্মকাণ্ডের বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে ইরাভানি তার দেশের ‘কূটনৈতিক প্রাঙ্গণ ও প্রতিনিধিদের’ ওপর যেকোনো হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘তেহরান এ ধরনের আগ্রাসন সহ্য করবে না। ‘
তিনি চিঠিতে লিখেছেন, ‘ইরান তার গুরুত্বপূর্ণ জাতীয় ও নিরাপত্তা স্বার্থ রক্ষায় প্রতিটি পদক্ষেপ গ্রহণ করবে। আর এজন্য আন্তর্জাতিক আইনের অধীনে তার সহজাত অধিকার প্রয়োগ করতে দ্বিধা করবে না।’
তিনি ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নিতে নিরাপত্তা পরিষদের কাছে আহ্বানও জানিয়েছেন। যাতে করে ‘অঞ্চলটিকে পূর্ণ মাত্রার যুদ্ধের দিকে টেনে নেওয়া’ থেকে ঠেকানো যায়।
ইরান বহু বছর ধরে হিজবুল্লাহকে আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে।
শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন। হিজবুল্লাহ শনিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এরপর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছিলেন, নাসরুল্লাহর মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে।