প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:০২ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:০৭ এএম
ছবি : সংগৃহীত
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলয়ি শহরতলীতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ গোয়েন্দা কমান্ডার হাসান খলিল ইয়াসিন নিহত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) ইসরায়েলি সামরিক বাহিনী এ দাবি করেছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বিমান বাহিনী হিজবুল্লাহর গোয়েন্দা ইউনিটের দায়িত্বে থাকা হাসান খলিল ইয়াসিনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ইয়াসিন উত্তর সীমান্তে ও ইসরায়েলি ভূখণ্ডের গভীরে বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তু চিহ্নিত করার দায়িত্বে থাকা একটি গোয়েন্দা বিভাগের প্রধানের পদে বহাল ছিলেন।’
এদিকে ইসরায়েলি বাহিনী লেবাননে অবিরাম গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ইসরায়েলি বিমান হামলায় ৩৩ জন নিহত হয়েছেন।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর আগ্রাসন শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েল আন্তঃসীমান্ত যুদ্ধে লিপ্ত হয়।
সূত্র : আলজাজিরা, আনাদুলু