প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫৪ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৯ এএম
ছবি : সংগৃহীত
নেপালে টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত ২৪ ঘণ্টায় অন্তত ১১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ১০০ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন ৬৮ জন। রবিবার (২৯ সেপ্টেম্বর) দেশটির আর্মড পুলিশ ফোর্স (এপিএফ) ও নেপাল পুলিশ এ তথ্য জানিয়েছেন।
বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে কাভরেপালঅনচক জেলায়। সেখানে ৩৪ জন মারা গেছেন। ললিতপুরে মারা গিয়েছেন ২০ জন ও ধাদিয় এ ১৫ জন মারা গিয়েছেন। অন্যান্য আক্রান্ত এলাকাগুলো হলো- কাঠমান্ডু, মকওয়ানপুর, সিন্ধুপালচক, দোলাখা, পঞ্চথার, ভক্তপুর, ধানকুটা, সোলুখুম্বু, রামছাপ, মহোত্তারি ও সুনসারি জেলা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে হওয়া বৃষ্টিপাতের কারণে নেপালের কিছু অংশ প্লাবিত হয়েছে। দেশটির দুর্যোগ কর্তৃপক্ষ আকস্মিক বন্যার বিষয়ে সতর্ক করেছে।
নেপাল পুলিশের উপ-মুখপাত্র বিশ্ব অধিকারী জানিয়েছেন, নিহতদের মধ্যে ক্রমাগত বৃষ্টিপাতের কারণে হিমালয়ের দেশটি ৬৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে কাঠমান্ডু উপত্যকায়। এখন পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কাঠমান্ডুতে ২২৬ টি বাড়ি বন্যার পানিতে ডুবে গেছে। নেপাল পুলিশের প্রায় ৩ হাজার নিরাপত্তাকর্মী বন্যাকবলিত এলাকাগুলোতে কাজ করছেন।
সূত্র : দ্য ইকোনমিক টাইমস, দ্য টাইমস অব ইন্ডিয়া