প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫৯ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশের হাথরাসে ‘কালা জাদুর’ মাধ্যমে একটি ‘স্কুলের সাফল্য’ আনতে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে বলি দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দেশটির পুলিশ এ বিষয়ে জানিয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে অভিযোগ ওঠে, রাসগাওয়ানের ডিএল পাবলিক স্কুলে ‘সাফল্য’ আনতে ১১ বছর বয়সি কৃতার্থকে তার স্কুলের হোস্টেলেই হত্যা করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- স্কুলটির মালিক যশোধন সিং, তার ছেলে ও স্কুলের পরিচালক দীনেশ বাঘেলসহ স্কুলের তিনজন শিক্ষক।
পুলিশ সূত্রে জানা গেছে, স্কুলের মালিক যশোধন কালো জাদুতে বিশ্বাস করতেন। তদন্ত চলাকালীন স্কুলের কাছেই ‘কালো জাদু’-সংক্রান্ত জিনিসপত্র পাওয়া গেছে। অভিযুক্তরা স্কুলের বাইরে একটি টিউবওয়েলের কাছে কৃতার্থকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু কৃতার্থকে হোস্টেলের বাইরে নিয়ে যাওয়ার সময় সে চিৎকার শুরু করলে তারা তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।
অভিযুক্তরা এর আগে ৬ সেপ্টেম্বর ৯ বছর বয়সি আরেক শিক্ষার্থীকে বলি দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তাতে তারা ব্যর্থ হয়।
নিহত শিক্ষার্থীর বাবা কৃষাণ কুশওয়াহার দায়ের করা অভিযোগে বলা হয়েছে, সোমবার স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে তার কাছে একটি ফোন আসে। যাতে তার ছেলের অসুস্থ হয়ে পড়ার খবর তাকে জানানো হয়।
পুলিশ জানিয়েছে, কুশওয়াহা যখন স্কুলে পৌঁছান তখন স্কুলের কর্তৃপক্ষ তাকে জানায়, তার ছেলেকে স্কুলের পরিচালক গাড়িতে করে হাসপাতালে নিয়ে গিয়েছেন। পরে বাঘেলের গাড়ি থেকে তিনি কৃতার্থের মরদেহ উদ্ধার করেন।
ভারতে এখনও অনেক প্রত্যন্ত এলাকায় এমনকি শিক্ষিত মানুষের মনেও অন্ধবিশ্বাস জেঁকে বসে আছে। আজও অনেকেই ‘কালো জাদুতে’ বিশ্বাস করে। যার ফলে প্রতিবছর এভাবেই অন্ধবিশ্বাসের বলি হতে হয় অনেক শিশুকে।
সূত্র : এনডিটিভি