প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০০ এএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩০ এএম
লেবাননে ইসরায়েলি বিমান হামলার পর আক্রান্ত এলাকায় ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত
লেবাননের ইউনাইন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৩ সিরিয়ান শরণার্থী নিহত হয়েছেন। এর বেশিরভাগই নারী ও শিশু। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, লেবানন ও সিরিয়ার মধ্যবর্তী মাত্রাবহ সীমান্ত ক্রসিংয়ে ইসরয়েলি সামরিক বাহিনী হামলা চালানোর মাত্র কয়েক ঘণ্টা আগেই এ বিমান হামলা চালিয়েছে। এতে সিরিয়ায় চলমান সহিংসতা থেকে বাঁচার জন্য পালিয়ে আসা বেশ কয়েকজন শরণার্থী আহত হয়েছেন।
ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে নিরাপত্তার খোঁজে আসা শরণার্থীসহ নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ করে এ হামলাগুলো চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে বিবৃতিতে।
বিবৃতিতে আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন ও মানবাধিকারের প্রতি ইসরায়েলের ‘নির্লজ্জ অবজ্ঞার’ নিন্দা জানানো হয়েছে।
বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়টি। একই সঙ্গে এ অঞ্চলে সহিংসতা আরও বৃদ্ধি রোধেও আহ্বান জানিয়েছে।