প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৫ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০২ পিএম
ছবি : সংগৃহীত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সশস্ত্র শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে কয়েক দিনের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের স্থানীয় কর্মকর্তারা এ বিষয়ে জানিয়েছেন।
আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম এলাকায় সপ্তাহান্তে এ সংঘর্ষ শুরু হয়। যা বুধবারও অব্যাহত ছিল।
বুধবার কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার থেকে এখন পর্যন্ত উভয় পক্ষের কয়েক ডজন লোক আহত হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে শিয়া ও সুন্নি মুসলিমদের উগ্র গোষ্ঠীর শক্তিশালী উপস্থিতি রয়েছে। সেখানে জমির বিরোধ যাতে সাম্প্রদায়িক সহিংসতায় পরিণত না হয় সেজন্য তারা চেষ্টা করে যাচ্ছে।
প্রাদেশিক সরকারের মুখপাত্র ব্যারিস্টার সাইফ আলী জানিয়েছেন, কর্তৃপক্ষ সম্প্রদায়গুলোর বয়োজ্যেষ্ঠদের সহায়তায় কুররামে চলমান উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে। শান্তি আলোচনার পর উভয় পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে কুররামে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ব্যাপক হারে দেখা দিয়েছে।
চলতি বছরের জুলাই মাসেও দেশটিতে জমির বিরোধের জেরে দুই পক্ষের কয়েক ডজন লোক নিহত হয়েছেন।
সূত্র : দ্য ইকোনোমিক টাইমস