× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তান সফরে ইউনূসকে শেহবাজের আমন্ত্রণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০৯ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। 

বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে প্রফেসর ইউনূসের সঙ্গে শেহবাজের একটি দ্বিপাক্ষীয় বৈঠক হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও আলোচনার গুরুত্ব তুলে ধরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ড. ইউনূসকে তার সুবিধামতো সময়ে পাকিস্তানে সরকারি সফরে আসার এ আমন্ত্রণ জানিয়েছেন।

বৈঠকে নিজ নিজ দেশের জনগণের অগ্রগতি ও উন্নয়নের জন্য দ্বিপাক্ষীয়, আঞ্চলিক ও বহুপাক্ষিক পর্যায় বাংলাদেশ ও পাকিস্তানকে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে বলে ড. ইউনূস ও শেহবাজ সম্মত হয়েছেন।   

বৈঠকে অভিন্ন বিশ্বাস, ইতিহাস ও সংস্কৃতির ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সুদৃঢ় ভ্রাতৃত্বের কথা তুলে ধরেছেন শেহবাজ। 

এছাড়াও দুই দেশের জনগণের মধ্যে অপরিসীম সৌহার্দ্য ও উষ্ণতাকে পুঁজি করে তিনি সংসদীয় বিনিময়, জনগণের মধ্যে যোগাযোগ, পাশাপাশি খেলোয়াড়, শিক্ষাবিদ, শিল্পী, শিক্ষার্থী প্রভৃতির মধ্যে মিথস্ক্রিয়ার মাধ্যমে সম্পর্ক জোরদার করতে উৎসাহিত করেছেন। 

সূত্র : জিও নিউজ 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা