প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১১:১১ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩৯ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) শহরটির স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতে অন্তত চারজন মারা গেছেন।
তারা আরও বৃষ্টিপাতের আশঙ্কায় শহরজুড়ে রেড অ্যালার্ট জারি করেছেন। বাসিন্দাদের বাড়িতে থাকার আহ্বান জানিয়েছেন। স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে। জেলেদেরকে শুক্রবার পর্যন্ত উপকূলে থাকতে বলা হয়েছে।
সূত্র : রয়টার্স