প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৩ পিএম
বিস্ফোরণের শিকার পুলিশের গাড়ি। বুধবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের বেলুচিস্তান থেকে তোলা। ছবি : সংগৃহীত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের প্রাদেশিক রাজধানী শহর কোয়েটায় পুলিশের গাড়িতে বোমা বিস্ফোরণে দুই পুলিশসহ অন্তত ১২ জন আহত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দেশটির পুলিশের বরাত দিয়ে জিও নিউজের এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
দেশটির প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সমন্বয়কারী ওয়াসিম বেগ সংবাদ সংস্থা সিনহুয়াকে জানিয়েছেন, বেলুচিস্তান প্রদেশের প্রাদেশিক রাজধানী শহর কোয়েটায় ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশের সূত্র জানিয়েছে, হামলার শিকার পুলিশের গাড়িটি শহরের একটি ব্যস্ত এলাকায় প্রতিদিনের মতো রুটিন টহল দিচ্ছিল। তখনই হঠাৎ এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
উদ্ধারকর্মীরা বিস্ফোরণের স্থানে একটি দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল পেয়েছেন। পুলিশের দাবি, বিস্ফোরক দ্রব্যগুলো ওই মোটরসাইকেলেই লাগানো ছিল।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে একটি বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডকেও পাঠানো হয়েছিল।
পুলিশ আরও জানিয়েছে, আহতদের সিভিল স্যান্ডেমান হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।