প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৬ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৮ পিএম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
সুখী ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে বাংলাদেশের নতুন যাত্রা সফল করতে বিদেশি বন্ধুদের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের স্থানীয় সময় বুধবার (২৫ সেপ্টেম্বর) নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হাতছাড়া করতে না চাওয়ার বিষয়ে জোর দিয়ে তিনি এ কথা বলেছেন।
নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের কাজ হচ্ছে এটা পরিষ্কার করা ও সংস্কার করা। আমাদের একটি ভালো শুরু করতে হবে। আর এটি বাস্তবায়নে আপনাদের সবার সমর্থন প্রয়োজন আমাদের।’
১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে বাংলাদেশ। সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা এ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
সূত্র : ইউএনবি