প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫২ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১০ পিএম
সিঙ্গাপুরের সাবেক পরিবহন মন্ত্রী এস ইশ্বরান। ছবি : সংগৃহীত
সিঙ্গাপুরের সাবেক পরিবহনমন্ত্রী এস ইশ্বরানের বিরুদ্ধে অফিসে থাকাকালীন হাজার হাজার ডলার মূল্যের উপহার গ্রহণ করার অভিযোগ আনা হয়েছে। তিনি তার বিরুদ্ধে আনা দুর্নীতি সংক্রান্ত পাঁচটি অভিযোগ স্বীকার করেছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দেশটির চ্যানেল নিউজ আসিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
৬২ বছর বয়সি ইশ্বরান চলতি বছরের জানুয়ারিতে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৬৫ ধারা লঙ্ঘনের জন্য আনা চারটি অভিযোগ স্বীকার করেছেন তিনি। এ ধারায় বলা আছে, সরকারি কর্মচারীরা প্রাতিষ্ঠানিক কোনো কাজের জন্য বা এর সঙ্গে জড়িত কারও থেকে কোনো মূল্যবান উপহার গ্রহণ করতে পারবেন না। আজ সুপ্রিম কোর্টে তিনি এ অভিযোগগুলো স্বীকার করেছেন।
তা ছাড়া তার বিরুদ্ধে ন্যায়বিচারে বাধা দেওয়ার জন্যও একটি অভিযোগ আনা হয়েছিল। এতেও তিনি তার দোষ স্বীকার করে নিয়েছেন।
তার বিরুদ্ধে মোট ৩৫টি অভিযোগ আনা হয়েছিল। আশা করা হয়েছিল সাজা দেওয়ার ক্ষেত্রে এ অভিযোগগুলো বিবেচনায় আনা হবে। তবে তার কৌঁসুলিরা আদালতে কেবল পাঁচটি অভিযোগের কথা তুলে আগাতে শুরু করেন। এই পাঁচটি অভিযোগ আদালতে পড়াশোনানোর পর তিনি বলেন, ‘মাননীয় বিচারপতি, আমি দোষ স্বীকার করছি।’
সিঙ্গাপুর বিশ্বের কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি। এদেশে কোনো মন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের দুর্নীতির অভিযোগ ওঠার ঘটনা বিরল।
সূত্র : আলজাজিরা